মজার এক ঘটনা ঘটেছে ইসরাইলের একটি সাফারি পার্কে। রামাত গানের চিড়িয়াখানা থেকে সুযোগ বুঝে পালিয়ে গেছে তিনটি গণ্ডার।
সিসি টিভি ফুটেজে ধরা পড়ে, চিড়িয়াখানার প্রহরীর ঘুমিয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে পালিয়ে যায় এই তিন মাদী গণ্ডার। পালানোর ঘটনা প্রহরী যখন টের পান ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে।
পরে পথচারীরা পুলিশকে জানালে তারা গণ্ডারদের ধরতে সক্ষম হন। চিড়িয়াখানায় গণ্ডার ফিরে এলেও দায়িত্বে অবহেলার কারণে চাকরি খোয়া যায় ওই প্রহরীর।