অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দশ খণ্ড বিশিষ্ট 'আবুল মাল আবদুল মুহিত রচনাবলি' প্রকাশ করেছে উৎস প্রকাশন।
এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী পাঠকদের উদ্দেশ্যে বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে, যা বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয় হবে।
এ সময় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. কাজী খলিকুজ্জমান, শামসুজ্জামান খান এবং প্রকাশক মোস্তফা সেলিম উপস্থিত ছিলেন।