শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল। ৪৬ ম্যাচের মাসব্যাপী টুর্নামেন্টে শেষ হাসিটা হেসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয় বারেরমতো শিরোপা ঘরে তুলেছে তারা। ফাইনালে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কুমিল্লার তামিম ইকবাল। আর পুরো আসরজুড়ে ব্যাট এবং বল হাতে দারুণ নৈপুণ্য দেখানো সাকিব আল হাসান হয়েছে সিরিজসেরা।
ব্যাট হাতে বিদেশিদের আধিপত্য একটু বেশি থাকলেও বল হাতে আধিপত্য দেখিয়েছেন দেশি ক্রিকেটাররাই।
সর্বোচ্চ রান:
ব্যাটার ম্যাচ রান সর্বোচ্চ গড় স্ট্রাইক
রাইলি রুশো ১৪ ৫৫৮ ১০০* ৬৭.৭৫ ১৫০.০০
(রংপুর রাইডার্স)
তামিম ইকবাল ১৪ ৪৬৭ ১৪১* ৩৮.৯১ ১৩৩.৮১
(কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
মুশফিকুর রহিম ১৩ ৪২৬ ৭৫ ৩৫.৫০ ১৩৯.২১
(চিটাগং ভাইকিংস)
নিকোলাস পুরান ১১ ৩৭৯ ৭৬* ৪৭.৩৭ ১৫৯.৯১
(সিলেট সিক্সার্স)
ল্যরি ইভান্স ১১ ৩৩৯ ১০৪* ৩৭.৬৬ ১৩৭.৮০
(রাজশাহী কিংস)
সর্বোচ্চ উইকেট:
বোলার ম্যাচ উইকেট ইকোনোমি
সাকিব আল হাসান ১৫ ২৩ ৭.২৫
(ঢাকা ডায়নমাইটস)
তাসকিন আহমেদ ১২ ২২ ৮.৫৫
(সিলেট সিক্সার্স)
মাশরাফি বিন মুর্তজা ১৪ ২২ ৭.০৩
(রংপুর রাইডার্স)
রুবেল হোসেন ১৫ ২২ ৭.৭২
(ঢাকা ডায়নামাইটস)
মোহাম্মদ সাইফুদ্দিন ১৩ ২০ ৭.৭৩
(কুমিল্লা ভিক্টোরিয়ান্স)
সবচেয়ে বেশি ছক্কা:
ব্যাটার ম্যাচ ছক্কা
নিকোলাস পুরান ১১ ২৮
(সিলেট সিক্সার্স)
আন্দ্রে রাসেল ১৫ ২৮
(ঢাকা ডায়নামাইটস)
রাইলি রুশো ১৪ ২৪
(রংপুর রাইডার্স)
মুশফিকুর রহিম ১৩ ১৮
(চিটাগং ভাইকিংস)
এবি ডি ভিলিয়ার্স ৬ ১৭
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস:
ব্যাটসম্যান রান বল প্রতিপক্ষ
তামিম ইকবাল ১৪১* ৬১ ঢাকা ডায়নামাইটস
এভিন লুইস ১০৯* ৪৯ খুলনা টাইটান্স
ল্যরি ইভান্স ১০৪* ৬২ কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রাইলি রুশো ১০০* ৫১ চিটাগং ভাইকিংস
এবি ডি ভিলিয়ার্স ১০০* ৫০ ঢাকা ডায়নামাইটস
অ্যালেক্স হেলস ১০০ ৪৮ চিটাগং ভাইকিংস
সর্বোচ্চ দলীয় ইনিংস: রংপুর রাইডর্স ২৩৯/৪ (২০), প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।
ম্যাচে সর্বোচ্চ রান: ৪০২, রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস।
সর্বাধিক ফিফটি: রাইলি রুশো (রংপুর রাইডার্স), ৬টি।
সর্বাধিকবার শূন্য রানে আউট: মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক, তামিম ইকবাল (৩ বার করে)।
এক ইনিংসে সর্বাধিক ছক্কা: তামিম ইকবাল, ১১টি।
বাউন্ডারির মাধ্যমে এক ইনিংসে সর্বাধিক রান: তামিম ইকবাল, ১০৬ রান, (১০টি চার, ১১টি ছক্কা)।
সর্বাধিক ডিসমিসাল: নুরুল হাসান সোহান, ১৫ ম্যাচে ১৯ ডিসমিসাল।
সর্বাধিক ক্যাচ: আফিফ হোসেন, সাব্বির রহমান এবং তামিম ইকবাল, ৯টি করে ক্যাচ।
সর্বচ্চ জুটি: অ্যালেক্স হেলস এবং এবি ডি ভিলিয়ার্স, ১৮৪।