bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

ওস্তাদের মার শেষ রাতে, দেখালেন তামিম

untitled-6

ওস্তাদের মার শেষ রাতে- প্রচলিত কথাটাকে সত্যি প্রমাণ করলেন তামিম ইকবাল। পুরো আসরে যেমন তেমন বিপিএলের ফাইনালে এসে খেল দেখালেন তামিম ইকবাল। মাশরাফি-সাকিবরা শিরোপা জিতেছেন। তাই একটা শিরোপার আক্ষেপ দেশসেরা এই ওপেনারের।

আক্ষেপ পূরণে নিজের সেরাটাই দিয়েছেন। বিপিএলে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন। দলকে এনে দিয়েছেন ১৯৯ রানের বিশাল সংগ্রহ। বিপিএলে এটাই তাঁর ক্যারিয়ারসেরা ইনিংস সঙ্গে প্রথম সেঞ্চুরিও। ১৪১ রানের ইনিংসে ১০টি বাউন্ডারি এবং ১১টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। বল খরচ করেছেন মাত্র ৬১টি।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
১৯৯/৩ (২০)
তামিম ইকবাল ১৪১* (৬১)
এভিন লুইস ৬ (৭)
এনামুল হক ২৪ (৩০)
ইমরুল কায়েস ১৭* (২১)

বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
রুবেল হোসেন ৪-০৪৮-১
সাকিব আল হাসান ৪-০-৪৫-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ২-০-১৯-০
শুভাগত হোম ১-০-১৪-০
মাহমুদুল হাসান ১-০-১২-০

তামিমের ফিফটি

শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তুলার পথে অর্ধশতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। অর্ধশতক তুলে নিতে তিনি খরচ কনে ৩১ বল। এনামুল হকের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন তিনি।

স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮৭/১ (১১)

তামিম ইকবাল ৫০*
এনামুল হক ২৩*

শুরুর চাপ সামলে লড়ছেন তামিম

ফাইনালের চাপটা ঠিকমতো সামলে উঠতে পরেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টপ অর্ডার। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে টেনে তুলছেন তামিম ইকবাল।

দারুণ ফর্মে থাকা এভিন লুইস ফিরে যাওয়ায় শুরুটা ভালো হয়নি তাদের। ম্যাচের দ্বিতীয় ওভারেই মাত্র ৬ রানে লুইসকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন রুবেল হোসেন।

এরপর এনামুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেয়ার চেষ্টা করেন তামিম ইকাবল। তবে পাওয়ার প্লেতে টি-২০ সুলভ রান তুলতে পারেননি তামিম-এনামুল।

স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪০/১ (৬)

তামিম ইকবাল ২০*
এনামুল হক ৯*

শিরোপার লড়াইয়ে দুই দলের একাদশ

বিপিএলের বহুল প্রতীক্ষিত ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামছে। ইনজুরি নিয়েই ফাইনাল খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ন্সের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এভিন লুইস।

একনজরে দুই দলের একাদশ-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক বিজয় (উইকেটকিপার), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।

ঢাকা ডায়নামাইটস: উপুল থারাঙ্গা, সুনিল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), কাজী অনিক, মাহমুদুল হাসান, রুবেল হোসেন, শুভাগত হোম।