bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

জয়ের ধারায় ফিরল ঢাকা

dhaka

ঢাকা পর্বে টানা জয়ের পর সিলেটে এসে প্রথম হারের সাদ পেয়েছিল ঢাকা ডায়নামাইটস। তবে এক ম্যাচ পর আবারো জয়ের ধারায় ফিরল সাকিব আল হাসানের দল।  ঘরের মাঠে সিলেট সিক্সার্সকে তারা হারালো ৬ উইকেটে।

সিলেটের দেয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ঢাকার। ১ রানে মিজানুর রহমান ফিরে যাওয়ার পরপরই ফেরেন ১০ বলে ২০ রান করা সুনিল নারিন। এরপর রনি তালুকদারও বেশিদূর যেতে পারেননি। তবে এদিন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ৪১ বলে ৬১ রানের হার না মানা ইনিংসে ভর করে তিন ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

এরআগে ডেভিড ওয়ার্নারের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে সিলেট। ওপেনার সাব্বির রহমান খুব একটা সুবিধা করতে না পারলেও লিটন দাস রানের চাকা সচল রাখেন। তবে আফিফ হোসেনের বিদায়ের পর অল কাপালি এবং নিকোলাস পুরা দ্রুত ফিরে গেলে চাপে পড়ে সিলেট। তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ডেভিড ওয়ার্নার। তার ৪৩ বলে ৬৩ রানের ইনিংসের ভর করে শেষ পর্যন্ত ১৫৮ রান করে সিলেট।

স্কোর:
সিলেট সিক্সার্স: ১৫৮/৮ (২০)
লিটন দাস ২৭ (১৪)
সাব্বির রহমান ১১ (১৬)
আফিফ হোসেন ১৯ (১৭)
ডেভিড ওয়ার্নার ৬৩ (৪৩)
অলক কাপালি ০ (৪)
নিকোলাস পুরান ৬ (৬)
জাকির আলী ২৫ (১৮)
তাসকিন আহমেদ ১ (২)
সন্দিপ লামিচানে ০ (০)

বোলার:
আন্দ্রে রাসেল (৩-১-২০-১)
অ্যান্ড্রু বির্চ (৪-০-৪২-৩)
সাকিব আল হাসান (৪-০-৩৪-২)
সুনিল নারিন (৪-০-৩২-১)
আলিস ইসলাম (১-০-২-০)
রুবেল হোসেন  (৪-০-২৪-১)

ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৪ (১৭)
মিজুনুর রহমান ১ (৩)
সুনিল নারিন ২০ (১০)
রনি তালুকদার ১৩ (১৩)
সাকিব আল হাসান ৬১* (৪১)
ডরউইস রাসোলি ১৯ (১৫)
আন্দ্রে রাসেল ৪০ (২১)

বোলিং:
তাসকিন আহমেদ (৩-০-৩২-১)
মোহাম্মদ ইরফান (৪-০-৩৮-২)
সন্দিপ লামিচানে (৪-০-২৭-১)
আল-আমিন হোসেন (৩-০-৩০-০)
অলক কাপালি (৩-০-৩১-০)