bpl bpl
বিপিএল দল সূচি ফলাফল পয়েন্ট টেবিল খবর ছবি ভিডিও

বিপিএল খেলতে বাংলাদেশে ইয়াসির শাহ

yasir-shah

বিপিএল খেলতে বাংলাদেশে পা রেখেছেন পাকিস্তানি লেগস্পিনার ইয়াসির শাহ। চলতি আসরে তিনি খুলনা টাইটান্সের হয়ে খেলবেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তিনি বাংলাদেশে পৌঁছান।

ঢাকা পর্বে নাজেহাল খুলনা টাইটান্স সিলেট পর্বে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। এমন অবস্থায় লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার পর ইয়াসির শাহর দলে অন্তর্ভুক্তি কিছুটা হলেও বাড়তি সাহস যোগাবে টাইটান্সদের।

৩২ বছর বয়সী ইয়াসির শাহ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটসহ মোট ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ৮৬টি।

৫ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকা খুলনা নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে শুক্রবার (১৮ জানুয়ারি), প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খুলনা টাইটান্স স্কোয়াড: মাহমুদুল্লাহ রিয়াদ, কার্লোস ব্র্যাফেট, জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিষ রায়, ডেভিড মিলান, জহির খান লাসিথ মালিঙ্গা ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর, পল স্টার্লিং, ডেভিড উইজ ও জুনায়েদ খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মাহিদুল অঙ্কন।